বনানী ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ৮:৫২:৪৬,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
চাঁদাবাজি মামলায় রাজধানীর বনানী থানা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান আনিস (৩০) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে বনানী থানার ডিউটি অফিসার ফরিদা পারভীন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে বনানী থানা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান আনিস ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
আনিসের অপর দুই সহযোগী হলেন, মোহাব্বত হোসেন সবুজ (৩২) এবং সোহেল শেখ (৩০)। রোববার দুপুর ১ টায় দ্রুত বিচার আইনে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।