বনানীতে আগুন: পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৭:৫৬:০৫,অপরাহ্ন ২৮ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন।
বৃহস্পতিবার পৌনে বেলা ১টার দিকে কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ওই ভবনে আগুন লাগার পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। উদ্ধারকাজে যোগ দিয়েছে নৌ, বিমান ও সেনাবাহিনীর সদস্যরাও। দুটি হেলিকপ্টার দিয়েও আগুন নেভানোর চেষ্টা চলছে।