বনানীতে আগুনের ঘটনায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর প্রার্থনা
প্রকাশিত হয়েছে : ৮:৪১:১৮,অপরাহ্ন ২৮ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মার্ক ফিল্ড দুঃখ প্রকাশ করেছেন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনা নিয়ন্ত্রণে প্রার্থনা করার কথাও তিনি উল্লেখ করেন।বৃহস্পতিবার এক টুইট বার্তায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মার্ক ফিল্ড বলেন, ‘ঢাকায় আগুনের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এবং আগুন যেন দ্রুত নিয়ন্ত্রণে আসে সে প্রার্থনা করছি।’
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর ১৭ নম্বর রোডের ওই ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এক শ্রীলঙ্কান নাগরিকসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। ফায়ার সার্ভিস জানায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।