বদলে যাচ্ছে ‘সেলফি’, আসছে ‘গ্রুফি’
প্রকাশিত হয়েছে : ৫:৫৪:০৬,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৪
তথ্যপ্রযুক্তি ডেস্ক::
বদলে যাচ্ছে ‘সেলফি’ শব্দটিও। সেলফির স্থানটি দখলে যাচ্ছে গ্রুফির। সেলফি এবার টার্ন নিচ্ছে গ্রুফিতে। কারণ, নিজের ছবি আর কাহাতক, একা একা আর ভাল লাগে কদ্দিন? এবার সেলফি হবে বন্ধু-বান্ধব কিংবা পরিবার নিয়ে। আপলোড হবে গ্রুপ ছবি। ইতিমধ্যে এমন ছবি তোলারও ধুম পড়েছে। কার সেলফিতে কত বেশি মুখের অংশগ্রহণ করা যায়, যেন তারই এক অদম্য প্রচেষ্টা।
যেহেতু এসবই গ্রুপ ছবি, তবে একে সেলফি বলা কতটাই বা যৌক্তিক? তাই এরও তো একটা নামকরন চাই। সে চাহিদাকে সামনে রেখেই যাত্রা শুরু হল ‘গ্রুফি’ শব্দের।
সোশ্যাল সাইটগুলোতে ইতিমধ্যেই নাম ‘গ্রুফি’ শব্দের ব্যবহার শুরু হয়েছে। এমনকি মোবাইল কোম্পানির নজর পড়েছে শব্দটির ওপর। সম্প্রতি ভারতেও স্যামসং গ্যালাক্সি প্রাইম এর প্রচারণায় ‘গ্রুফি’ শব্দটি ব্যবহার করতে দেখা গেছে। এটিকেই তাদের বিশেষত্ব বলে গ্রাহকদের প্রলোভন দেখিয়েছেন। তবে সেখানের বাজারে আরও অনেক ফোন রয়েছে যারা তাদের ফোনে এই ধরণের বিশেষত্ব থাকার দাবি করে।
এতদিনের সেলফি এবার গ্রুফিতে রূপ পাবে, গ্রুফি শব্দটাও মানুষের মুখে মুখে ঘুরবে- এটা সময়েরই দাবি হয়তবা।