বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদানকারী বিচারকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৭:০৮:৫১,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদানকারী বিচারক কাজী গোলাম রসুল আর নেই। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি…..রাজিউন)।
তিনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি নিম্ন আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায় ঘোষণা করেছিলেন।
বিচারক গোলাম রসুলের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালে গিয়ে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
এর আগে গত শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন বিচারক গোলাম রসুলকে দেখতে যান।