বঙ্গবন্ধু গোল্ডকাপ ২৯ জানুয়ারী
প্রকাশিত হয়েছে : ১০:২৯:৪৮,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক:: কখনো ষষ্ঠ দল নিয়ে সমস্যা, কখনো কোচ কিংবা গোল্ড কাপের তারিখ, বঙ্গবন্ধু গোল্ডকাপের শেষ কোথায় কেউ জানে না! তবে এবার স্বয়ং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী সালাহউদ্দিন জানালের ২৯ জানুয়ারী মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধুগোল্ড কাপের খেলা।
এ সম্পর্কে কাজী সালাহউদ্দিন বলেন, ‘ সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ড চাচ্ছিল যে ১৬ জানুয়ারী টুর্নামেন্টটি শুরু হোক। তবে বাহারাইনের এশিয়ান গেমসে খেলা থাকার ফলে ২৯ জানুয়ারী শুরু হচ্ছে টুর্নামেন্টটি। আর গোল্ড কাপের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারী ঢাকায়।’
উল্লেখ্য, ইতি মধ্যে টুর্নামেন্টটির ফরমেট চুড়ান্ত করা হয়েছে। আর কোচ হিসেবে আসছেন সাবেক কোচ লোডাভক ডি ক্রুইফ! ষষ্ঠ দল হিসেবে টুর্নামেন্টে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা। তবে তারিখ পিছিয়ে যাওয়ার ফলে বাহারাইনের জাতীয় দলের অংশ নিচ্ছে না, তাই তারা অলিম্পিক দল পাঠাবে।