বঙ্গবন্ধুর সমাধিতে সিটি মেয়রের শ্রদ্ধা
প্রকাশিত হয়েছে : ৯:০৬:৩১,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৪
রংপুর ডেস্ক::
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহমেদ ঝন্টু।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেলে করপোরেশনের ৩৫ জন কাউন্সিলরসহ শ্রদ্ধা নিবেদন করেন ঝন্টু।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় কাউন্সিলর মো. গোলাম কবীর, জাহাঙ্গীর আলম তোঁতা, রফিকুল ইসলাম, গোলাম সারোয়ার মির্জা, আশেক আলী, হারাধন চন্দ্র রায়, মোখলেছুর রহমান তরু, ফজলুল হক, আবুল মনজুর কুঠিয়াল, নজরুল ইসলাম দেওয়ানী, আনারুল ইসলাম, আব্দুল রাজ্জাক, সুলতান মাহমুদ প্রামানিক, ফজলে এলাহী, শাফিউর রহমান শাফি, জহুরুল ইসলাম, নিয়ামুল হাসান বাদল, শাহজালাল করিম বকুল, সেকেন্দার আলী, হাফিজ আহমেদ, নুরুন্নবী ফুলু, এম এ রাজ্জাক মন্ডল, আকরাম হোসেন এবং মহিলা কাউন্সিলরদের মধ্যে দিলারা বেগম, আতিকা খাতুন, রুবি বেগম, শামীমা আক্তার, জাফরিন ইসলাম রিপা, হাসনা বানু, নাজমুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।