বঙ্গবন্ধুর্কে কটূক্তি করায় ভোলায় মুক্তিযোদ্ধাদের সংসদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৭:৩০:১৭,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে দৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রদান করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোলা জেলা ইউনিট। গতকাল মঙ্গলবার সকালে শহরের কে জাহান মার্কেট চত্বরে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ মানববন্ধন, প্রতিবাদ সভা করে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। অপরদিকে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করে একটি বিক্ষোভ মিছিল করে ভোলা জেলা ছাত্রলীগ।
এদিকে মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার বিদেশে বসে বাংলাদেশে বিকৃতি ইতিহাস রচনা করছেন। জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে তিনি যে কটূক্তি করেছেন তার জন্য তাকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। তা না হলে বিএনপিকে কোথায় কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার প্রদান করা হয়।
বক্তারা আরও বলেন, বিএনপির নেতৃবৃন্দ যেখানে বঙ্গবন্ধু সর্ম্পকে কোনো এই ধরনের কথা বলে না সেখানে তারেক জিয়ার এই কটূক্তিমূলক কথা বাংলার মানুষ কেউ মেনে নিবেনা ।
শুধু তাই নয়, তারেক রহমানের এমন বক্তব্য মানহানিকর, অশালীন এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ সংগঠনের ষড়যন্ত্র মাত্র। আর এই ধরনের বক্তব্য প্রদান করা শুধু বঙ্গবন্ধুকে ছোট করার চেষ্টাাই কেবল নয়, মুক্তিযোদ্ধের ইতিহাস বিকৃতি করা ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র। তাই অবিলল্বে তারেক জিয়াকে দেশে এনে কঠোর শাস্তির দাবি জানান মুক্তিযোদ্ধারা।
এ সময় বক্তব্য রাখেন- জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ্ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল মুবিন টুলু, উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন ,মুক্তিযোদ্ধা সাংবাদিক এম হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটে কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, মাহাবুব আলম নিরব মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ অহিদুর রহমানসহ আরও অনেকে।