বগুড়ায় ট্রাকে পেট্রোল বোমা, চালকসহ নিহত ২
প্রকাশিত হয়েছে : ১০:৫৯:৫৭,অপরাহ্ন ০৫ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বগুড়ায় ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দুজন নিহত হয়েছেন। ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনায় আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার শহরের তিনমাথার নিরালা ফিলিং স্টেশন এলাকায় ভোর পৌনে পাঁচটার দিকে ট্রাকে আগুন দেওয়ার এই ঘটনা ঘটেছে।
নিহত দুজন হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বন্তেঘড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে পান ব্যবসায়ী শহীদুল ইসলাম এবং ট্রাকের চালক ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধূপখোলা গ্রামের পলাশ হোসেন। আহত পান ব্যবসায়ী মামুনুর রশীদের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ট্রাকে আগুন লাগার পর হাসপাতালে নেওয়ার পথে শহীদুল মারা যান এবং দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় পলাশ মারা যান।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।