বগুড়ায় অনার্স ৩য় বর্ষের ছাত্রকে ছুরিকাঘাতে খুন
প্রকাশিত হয়েছে : ৫:৫০:০৫,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বুধবার বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের ছাত্র আসাদুজ্জামান সোনাকে (২২) ছুরিকাঘাত করে খুন করেছে দুর্বৃত্তরা।
সকাল সাড়ে ৭টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এ ঘটনা ঘটে।
আসাদুজ্জামান গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বাসিন্দা। বগুরা শহরের মালগ্রাম এলাকার একটি ছাত্রাবাসে থাকতেন।
জানা গেছে, প্রতিদিনের মত আজ ভোর ৬টার দিকে আসাদুজ্জামান আলতাফুন্নেছা খেলার মাঠে ফুটবল খেলতে আসেন। পরে সকাল সাড়ে ৭টার দিকে মাঠের এক পাশের ডাস্টবিন থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার ব্যবহৃত বাইসাইকেলটিও পাশেই পড়েছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।