বগুড়ার গাবতলী উপজেলা চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত
প্রকাশিত হয়েছে : ২:২৬:২১,অপরাহ্ন ২১ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
বগুড়ার গাবতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টনকে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিজ দলের নেতা শাহজাহান আলী হত্যা মামলায় তার বিরুদ্ধে চার্জশীট হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব লুৎফুননাহার স্বাক্ষরিত এ আদেশ শনিবার বগুড়ার স্থানীয় সরকার বিভাগে পৌছেছে।
গাবতলী থানার ওসি রিয়াজ উদ্দিন ও স্থানীয়রা জানান, রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে গাবতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।
গত ২০১৩ সালের ২৭ অক্টোবর দুপুরে হরতালের পক্ষে মিছিল বের করা নিয়ে গাবতলীর তিনমাথা মোড়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ধারালো অস্ত্রের আঘাতে হেলাল গ্রুপের নেপালতলি ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ডের সদস্য শাহজাহান আলী নিহত হন।
এ হত্যা মামলায় মিল্টনের বিরুদ্ধে চার্জশিট হয়। তিনি উচ্চ আদালত থেকে জামিন লাভের পর নিম্ন আদালতে ২-৩ বার সময় নেন। পরবর্তীতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। এছাড়া হরতাল-অবরোধে মিল্টনের বিরুদ্ধে ৪টি নাশকতার মামলা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এসএম রফিকুন্নবী জানান, মামলা সংক্রান্ত কারণে মন্ত্রনালয় গাবতলী উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে সাময়িক বরখাস্ত করেছে।
গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজেদা ইয়াসমিন জানান, নিয়মানুসারে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন।