বগুড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পথচারী নিহত, আটক ১
প্রকাশিত হয়েছে : ৭:৩০:১৭,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রুকু চৌধুরী (২৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সূত্রাপুর রিয়াজ কাজী লেন কমফোর্ট হাউজিং সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
রুকু চৌধুরী সূত্রাপুর রিয়াজ কাজী লেন এলাকার মাহতাব চৌধুরীর ছেলে।
আটক হওয়া বেলুন প্রস্তুতকারী আব্দুস সালাম (৬৬) জেলার সদর উপজেলার শেকেরকোলা ইউনিয়নের জুগাইপুর এলাকার মৃত ইশারত উল্লাহ প্রমাণিকের ছেলে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য বেলুন প্রস্তুতকারী আব্দুস সালামকে আটক করা হয়েছে।
এ বিষয়ে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।