বগি লাইনচ্যুত হয়ে সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বিচ্ছিন্ন
প্রকাশিত হয়েছে : ৪:০৪:২৪,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
ব্রাহ্মণবাড়িয়ার আখউড়ায় একটি ট্রেনের বড়ি লাইনচ্যুত হয়ে সিলেট-চট্টগ্রাম ও ঢাকা- চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে আখাউড়ার গঙ্গাসাগর স্টেশনের কাছে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেসের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে তাৎক্ষণিভাবে এ ঘটনার কারণ জানা যায়নি।
আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. মোহসীন আলী এ তথ্য জানিয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রেনটির বগি উদ্ধারে কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।