বক্স কালভার্ট নয় লেক হবে: প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৯:৫৯:৩৪,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
কারও আপত্তি না মেনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে কুড়িল ফ্লাইওভারের কাছে লেক বানানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এই নির্দেশ দেন।
লেকের সঙ্গে নদীর সংযোগ থাকার কারণে বন্যা ও ভারী বৃষ্টির সময় ওই এলাকার পানি নিষ্কাশনে লেকটি জরুরি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আমি জানি অনেক বাধা আছে। ওখানে পুলিশের কিছু জায়গা পড়েছে, তারপর যমুনা ও বসুন্ধরারও ঘোর আপত্তি। তবে এই আপত্তিতে কিছু যায় আসে না।’
মূল প্ল্যান অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘মূল প্ল্যানে আছে দুটো লেক হবে। কাজেই এটা খুব দ্রুত করা দরকার। কারও আপত্তি মানার কোনও প্রয়োজন নাই।’
যমুনা ও বসুন্ধরা গ্রুপ ওই এলাকায় লেকের পরিবর্তে বক্স কালভার্ড নির্মাণের প্রস্তাব দিয়েছে। তাদের এই প্রস্তাব প্রধানমন্ত্রী উড়িয়ে দিয়ে বলেন, ‘কোথাও কোনও বক্স কালভার্ট হবে না। সব লেক হবে, ওপেন লেক হবে। দরকার হলে লেকের পাশ দিয়ে ব্রিজ করে নেবে তারা।’