ফ্রি আপডেটে থাকছে ঝুঁকি
প্রকাশিত হয়েছে : ৭:০৩:২৭,অপরাহ্ন ১৭ মে ২০১৫
তথ্য প্রযুক্তি ডেস্ক :: মাইক্রোসফট সম্প্রতি ঘোষণা দিয়েছিল তাদের উইন্ডোজের নতুন ভার্সন ১০ সবার জন্য ফ্রি আগডেট সুবিধা রাখা হবে। উইন্ডোজের পাইরেট কপিতেও মিলবে এ সুবিধা। কিন্তু গতকাল শুক্রবার মাইক্রোসফটের উইন্ডোজের প্রধান নির্বাহী কর্মকর্তা টেরি মেয়ারসন জানিয়েছেন, পাইরেট কপিতে উইন্ডোজ ১০ আপডেট করা হলেও সেটি পাইরেটেড উইন্ডোজই রয়ে যাবে। জেনুইন হবে না।
টেরি মেয়ারসন জানান, পাইরেট কপিতে উইন্ডোজ ১০ আপডেট হলেও সেটা যে পাইরেট কপি তা জানিয়ে দেয়ার জন্য ডেস্কটপে ওয়াটারমার্ক রিমাইন্ডার থাকবে। তাতে লেখা থাকবে এটা পাইরেট কপি।
টেরি আরও জানান, জেনুইন উইন্ডোজের অনেক সুবিধাই পাইরেটেড উইন্ডোজে মিলবে না। বিশেষ করে পাইরেট উইন্ডোজ কপিতে ম্যালওয়ার, ফ্রাইড, পাবলিক এক্সপোজার এবং তথ্য চুরি হওয়ার ঝুঁকি রয়েছে। এটিতে সিকিউরিটি আপডেট হবে না। ফলে পাইরেট কপি মাইক্রোসফট এবং ট্রাস্টেড পার্টনারদের সমর্থন পাবে না।
পাইরেটেপ কপিতে শুধুমাত্র উইন্ডোজের ক্রিটিক্যাল আপডেট পাওয়া যাবে।