ফ্রান্সে আওয়ামী তরুণলীগের অভিষেক অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৮:৫১:১৭,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০১৪
প্রবাস ডেস্ক:: ফ্রান্সের রাজধানী প্যারিসে আওয়ামী তরুণলীগের অভিষেক ও সাংস্মৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় মেট্রো হোসের একটি হলে এ সভা অনুষ্ঠিত হয়।
ফ্রান্স তরুণলীগের সভাপতি মিঠুন সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদশা করিম রুবেলের পরিচালনায় অভিষেকে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,অল ইউরোপিয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ গনি। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ,ফ্রান্স আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ,সহ সভাপতি ওয়াহিদ ভার তাহের,মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি জামিরুল ইসলাম ,ফ্রান্স আওয়ামীলীগের আন্তর্জাতিক সম্পাদক অতিকুজ্জ্বামান,ইউকে তরুণ লীগের সহ সভাপতি রোকন উদ্দিন।
অভিষেক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,ফ্রান্স আওয়ামীলীগের প্রচার সম্পাদক নজরুল ইসলাম,ফ্রান্স আওয়ামীলীগের সদস্য আলী হোসেন ,মাটির সুরের সভাপতি আমিন খান হাজারী ,বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,ফ্রান্সে আওয়ামীলীগ নেতা নুরুল আবেদিন,এম এ রব ও রাজ্জাক মিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন ,তরুণলীগ নেতা জয়নুল আবেদিন ফারুক ,আব্দুল কাদির ,সুমন আহমদ,খালেদ আহমদ ,জাবুল আহমদ,এমাদ উদ্দিন ও বেলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন ,বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু জন্ম না হলে হয়ত বাংলাদেশের জন্ম হতনা। আজ বিভিন্ন ভাবে বঙ্গবন্ধুকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এ সকল মিথ্যা প্রপাকন্ডা বাংলার মানুষ কখনো সত্য বলে মেনে নেবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যেভাবে জননেত্রী শেখ হাসিনা কাজ করে চলেছেন ঠিক সেই ভাবে চলতে থাকলে এ দেশে কোনো মানুষ আর গরিব থাকবেনা। তাই সকলে হাতে হাত রাখে জননেত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে।
পরে মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যায় গান পরিবেশন করেন প্যারিসের স্বনামধন্য শিল্পী বৃন্দ।