ফ্যাশন ডিজাইনিং শিক্ষিকা ফারজানার কাণ্ড! (ভিডিও)
প্রকাশিত হয়েছে : ২:৩২:১০,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে রোববার পরীক্ষা-নিরীক্ষা করাতে আসেন ছাত্রের বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদী ফ্যাশন ডিজানিংয়ের শিক্ষিকা ফারজানা আক্তার।
ফরেনসিক বিভাগে ফারজানা সাংবাদিকদের দেখামাত্রই ক্ষেপে উঠলেন। তিনি বলেন, ‘এটা আমার পার্সনাল ম্যাটার। আমাদের পারিবারিক বিষয়। আমি কোনো সাংবাদিক ফেস করতে চাই না। আর আমি চাই না, এটি মিডিয়ায় আসুক।’
ফারজানার কাছে জানতে চাওয়া হয়, ‘থানায় মামলা করেছেন, পুলিশ ফরেনসিক রিপোর্ট করাতে এনেছে, ওই ছেলের (ছাত্র) বিচার চাইছেন, অথচ আপনি মুখ খুলতে চাইছেন না কেন?’
জবাবে ফারজান বলেন, ‘না, আমি কিছুই বলব।’ এ সময় মাছরাঙ্গা টিভির ক্যামেরা ভাঙ্গতে যান এবং সাংবাদিকদের ধাক্কা মেরে মুখ ঢেকে চলে যান তিনি।
ফারজানার মা সাংবাদিকদের বলেন, ‘বাবা, আমার মেয়ে নেশাগ্রস্ত। তাই সে যা করতে চাচ্ছে, তাই করতে দেওয়া হচ্ছে। মিডিয়ায় তাকে দেখানো হলে তার আর বিয়ে হবে না।’
খবরে আপনার মেয়ের মুখ দেখানো হবে না, এমন কথা বলা হলে তিনিও ক্যামেরার দিকে তেড়ে আসেন।