ফেসবুক-টুইটারে নেই নায়িকা পপি
প্রকাশিত হয়েছে : ৯:৩০:০২,অপরাহ্ন ৩১ মে ২০১৫
বিনোদন ডেস্ক::
একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপি। সিনেমার পাশাপাশি অভিনয় করছেন ছোটপর্দায়ও। তিনি নিজেকে পুরোপুরি শিল্পী মনে করেন। তাই অভিনয়ের ক্ষুধা মেটাতে বড় ও ছোটপর্দায় সমানতালে ব্যস্ত রেখেছেন নিজেকে। সুন্দর চেহারা, পোশাক-আশাক আর স্টাইলের জন্য পপির সুনাম আছে। ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত। পরিবারের সঙ্গে তার বসবাস। পছন্দ করেন মানুষের উপকার করতে। শুক্রবার মুক্তি পেল পপি অভিনীত চলচ্চিত্র ‘দুই বেয়াইয়ের কীর্তি’। সম্প্রতি পপি তার লাইফস্টাইলের বিভিন্ন দিক সম্পর্কে জানান। এবার জেনে নিন সে সব তথ্য-
পুরো নাম : সাদিকা পারভীন পপি
ডাকনাম : পপি
প্রিয় পোশাক : শাড়ি
প্রিয় খাবার : আমি ফুড লাভার। বিরিয়ানি পছন্দ করি। বিভিন্ন দেশের খাবারের স্বাদ নিতে চাই।
প্রিয় পারফিউম : শ্যানেল
পছন্দের ফ্যাশন আইডল : কিংবদন্তি অভিনেত্রী ববিতার স্টাইল ভাল লাগে। ছোটবেলা থেকে তাকে দেখছি।
প্রিয় খেলোয়াড় : খেলা কম দেখি। তবে ব্যাডমিন্টন খেলা দেখতে পছন্দ করি।
প্রিয় অভিনয়শিল্পী : দেশে ববিতা ও সালমান শাহ। দেশের বাইরে কাজল, রেখা, স্মিতা পাতিল, শাহরুখ খান, সালমান খান, জুলিয়া রবার্টস, সোফিয়া লরেন, টম ক্রুজ ও জেনিফার লোপেজ।
প্রিয় গায়ক-গায়িকা : জগজিৎ সিং ও শাকিরা।
প্রিয় বই : সমরেশ মজুমদারের সব লেখা।
প্রিয় রং : সাদা ও গোলাপী।
প্রিয় নদী : পানি আমাকে খুব টানে। সেটা নদী হোক আর সমুদ্রই হোক। পানি দেখলেই সাঁতার কাটতে ইচ্ছে করে।
দেশে প্রিয় স্থান : দেশের বাড়ি খুলনা। ওখানে আমার দাদা বাড়ি।
বিদেশে প্রিয় স্থান : কানাডা।
শেষ দেখা প্রিয় সিনেমা : প্রিমিয়ার শোতে দেখেছি ‘দুই বেয়াইয়ের কীর্তি’। এটা আমারই সিনেমা। গুণী নির্মাতা আবদুল্লাহ আল মামুনের শেষ কাজ।
শেষ শোনা প্রিয় গান : সব সময় ভাল লাগে রবি ঠাকুরের ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’। আর গজল শুনতে পছন্দ করি।
শখ : দেশ-বিদেশের ঐতিহাসিক জায়গা ঘুরে দেখা।
প্রিয় মানুষ : পরিচিতদের মধ্যে সবাইকে প্রিয় মানুষের মতো মর্যাদা দিতে পছন্দ করি। তবে আমি কার কার কাছে প্রিয় সেটা জানি না।
বদ অভ্যাস : খুব সহজে মানুষকে বিশ্বাস করি। এতে আমি লুজার হই। সহজে বুঝি না কে আমার শত্রু।
যাকে দেখতে পারি না : মানুষকে সাহায্য করে না এমন মানুষ দেখতে পারি না।
জীবনের অপ্রিয় সত্য : বার বার আমি ঠকি।
মন খারাপ হলে : খাই, ঘুমাই আর এ্যাডভেঞ্চার মুভি দেখি।
ফেসবুক-টুইটার : ফেসবুক বা টুইটারে আমি নাই। এটাকে আমার এ্যাডিকশন মনে হয়। তবে ভাল গুণ নিশ্চয়ই আছে।