ফেসবুকে রাবি শিক্ষক হত্যাকারীদের দায় স্বীকার
প্রকাশিত হয়েছে : ৮:৪০:০১,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহযোগী অধ্যাপক শফিউল ইসলামের হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আনসার আল-ইসলাম বাংলাদেশ-২ নামের এই পেজটিতে। অধ্যাপক শফিউল ইসলামকে মুরদাত আখ্যা দিয়ে তিনি তাঁর ইসলামবিরোধী কাজের জন্য তিনি উপযুক্ত শাস্তি পেয়েছেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, আমাদের মুজাহিদিনরা আজকে রাজশাহীতে এক মুরতাদকে কতল করেছেন যে তার ডিপার্টমেন্টে ও ক্লাসে বোরকা পরা নিষিদ্ধ করেছিল। আল্লাহর ইচ্ছায়, আল্লাহর শক্তিতে ও আল্লাহর অনুমতিতে মুজাহিদিনরা আজকে এই মুরতাদকে কতল করেছেন। তাই ইসলামবিরোধী সকল নাস্তিক-মুরতাদ সাবধান !!!
একটি দৈনিক পত্রিকার উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক নিয়োগে দাড়ি কাঁটা ও পাঞ্জাবি-পায়জামা না পরার শর্তের শিক্ষক নিয়োগের পর ছাত্রীদের বোরকা পরে ক্লাস না করার নির্দেশ দিয়েছিল বিভাগীয় সভাপতি ড. এ কে এম শফিউল ইসলাম। এই মুরতাদ আজ তার যথাযথ প্রতিদান পেয়েছে, আলহামদুলিল্লাহ।
পেজটিতে ‘এ কে এম শফিউল ইসলামের অপরাধ’ শিরোনাম দিয়ে ৩টি ধাপে অধ্যাপক শফিউল ইসলামের বর্ণনা দেয়া হয়েছে।
সেখানে নিহত ব্লগার ও আশরাফুল ইসলামের ছবিতে লাল ক্রস চিহ্ন যুক্ত ছবি পোস্ট করা দেখা গেছে। সবশেষে যুক্ত করা হয়েছে রাবির এই অধ্যাপকের ছবিও।
তবে কে বা কারা গ্রুপটি পরিচালনা করছেন তার কোনো তথ্য জানা যায়নি। কিন্তু গ্রুপটির ফেসবুকে জয়েনের তারিখে ৮ ঘণ্টা আগে জয়েন করার তথ্য উল্লেখ করা আছে।