ফেসবুকে ফ্যানপেজ খুললেন মোনালিসা
প্রকাশিত হয়েছে : ১১:৪০:৫৬,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০১৪
নিজের আসল নামে মডেল অভিনেত্রী মোনালিসার একটি ফেসবুক একাউন্ট থাকলেও তার নামে বিভিন্ন ‘ফ্যানপেজ’ চালু আছে। সেগুলো বন্ধ করতেই এবার মোনালিসা নিজের উদ্যোগেই অফিসিয়ালি একটি ‘ফ্যানপেজ’ খুলেছেন। এটি তিনি নিজেই পরিচালনা করছেন। কারণ তার নামে ‘ফ্যানপেজ’ খুলে নানানজন যত্রতত্রভাবে তা ব্যবহার করছেন যা ভক্তদের মধ্যে মোনালসাকে কে নিয়ে মাঝে মাঝে বিরূপ প্রতিক্রিয়াও দেখা দেয়।
বিষয়টি মোনালিসা অবগত হয়ে বিস্ময় এবং ভীষণ দুঃখও প্রকাশ করেছেন। মুঠোফোনে যুক্তরাষ্ট্র থেকে মোনািলসা বলেন, ‘অনেক কষ্ট, সাধনার পর একজন মডেল এবং অভিনেত্রী হিসেবে আমি একটি অবস্থানে এসেছি। কিন্তু আমার সে অবস্থান ভক্তদের কাছে নষ্ট করার জন্য এই ধরনের ভুয়া ফ্যানপেজ ভীষণ ক্ষতিকর। যে বা যারাই আমার ফেসবুক ফ্যানপেজ পরিচালনা করছেন তার প্রতি বিশেষ অনুরোধ থাকবে যে আপনার যদি আমার দেশের শিল্পের প্রতি, শিল্পীদের প্রতি যথাযথ শ্রদ্ধা আর ভালোবাসা থাকে তাহলে এভাবে ফ্যানপেজ পরিচালনা করা থেকে নিজেকে বিরত রাখুন। কারণ আপনি বা আপনারা যা করছেন তা ভীষণ বিব্রত কর এবং শিল্পীর জন্য, শিল্পীদের জন্য ভীষণ ক্ষতিকর। আমার ভক্তদের উদ্দেশ্যে বলছি যারা আমার ভুয়া ফ্যানপেজের সঙ্গে সম্পৃক্ত আছেন প্লিজ নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসুন।’
ভক্তদের জন্য মোনালিসা গত ৫ নভেম্বর থেকে নিজেই একটি ফ্যানপেজ খুলেছেন। মোনালিসার ভক্তরা তার যাবতীয় আপডেট তার ফ্যানপেজ-এ পাবেন এখন থেকে নিয়মিত। ফ্যানপেজটির আইডি হচ্ছে সড়হধষরংধ. মোনালিসা বলেন, ‘যারা আমার সত্যিকারের শুভানুধ্যায়ী তারা আমার ফ্যানপেজ-এ গেলেই আমার সম্পর্কে আপডেট পাবেন।
সঙ্গীত শিল্পী জুয়েল মোরশেদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ এই পেজটি খুলে দেবার ব্যাপারে তিনি আমাকে খুবই সহযোগিতা করেছেন।’ এদিকে মোনালিসা বর্তমানে যুক্তরাষ্ট্রের টাইম টেলিভিশনের ‘হেড অব প্রোগ্রাম’ হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ঈদে তার নির্দেশনায় নির্মিত বিভিন্ন অনুষ্ঠান বেশ প্রশংসিত হয়। খুব শিগগিরই দেশে ফেরার কোন সম্ভাবনা আছে কী না জানতে চাইলে মোনালিসা বলেন, ‘সহসাই দেশে ফিরছিনা। তবে দেশের জন্য প্রতিমুহুর্তে মন কাঁদে। কারণ বাংলাদেশই আমাকে মোনালিসা হিসেবে তৈরী করেছে। নিজের দেশকে ছেড়ে দেশের বাইরে থাকতে কারোরই ভালোলাগার কথা নয়। আমার ভালোলাগেনা। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভক্তদের, আমার মিডিয়ার মানুষদের খুব মিস করি আমি। ‘