ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি: যুবদল নেতা আটক
প্রকাশিত হয়েছে : ১১:০৪:২৪,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির কারণে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোড়াগঞ্জ থেকে স্থানীয় এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাকে আটক করা হয়।
আটক যুবদল নেতার নাম ইফতেখার মাহমুদ ওরফে জিপসন (৩০) চট্টগ্রাম কলেজের ছাত্র এবং ওই এলাকার সামসুল হুদার ছেলে। ইফতেখার উপজেলার ৪নং ধুম ইউনিয়ন যুবদলের সভাপতি বলে জানিয়েছেন জোড়াগঞ্জ থানার ইন্সপেক্টর রিয়াদ মাহমুদ।
পুলিশ জানায়, গোপন খবর পেয়ে পুলিশ গনকছড়া এলাকায় ইফতেখারের বাড়িতে সোমবার সকালে অভিযান চালায়। ইফতেখারের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ ইন্সপেক্টর।