ফেসবুকে গৃহবধূর ভিডিও: গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ১১:৩৪:৪৫,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
ফেসবুকে এক গৃহবধূর (২৪) অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানা পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে।
শুক্রবার রাতে উপজেলা সদরের চান্দের থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ভিডিও ক্লিপসহ একটি কম্পিউটার জব্দ করা হয়। শনিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পৌর সদরের কুশমাইল কড়ইতলা মহল্লার আবদুর রহিম জানান তার স্ত্রী স্থানীয় একটি ক্লিনিকের আয়া।
তার স্ত্রীল অশ্লীল ভিডিও ইন্টারনেটে ও মোবাইল ফোনে ছড়িয়ে দেয় ওইসব বখাটে।
শুক্রবার সন্ধ্যায় ওই গৃহবধূ ৭ বখাটে যুবকের নামে ফুলবাড়ীয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে রাতেই এসআই টিটু অভিযান চালিয়ে ৩ যুবককে গ্রেফতার করে। তারা হলেন, কড়ইতলা মহল্লার মজিবুর রহমানের পুত্র রফিকুল ইসলাম, সুরুজ আলীর পুত্র সোলাইমান ও আবদুস সোবাহানের পুত্র লিটন মিয়া।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রিফাত খান রজিব বলেন, গৃহবধূর আপত্তিকর ভিডিও মোবাইল ফোনে ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রেফতার তিনজনসহ ৭ জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে।