ফেসবুকে আগ্রহ হারাচ্ছে তরুণ-তরুণীরা!
প্রকাশিত হয়েছে : ৫:৪৮:৪৯,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৪
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বর্তমান সময়ে ফেসবুক থেকে আগ্রহ হারাচ্ছে টিনএজাররা। ফেসবুক ত্যাগ করে তারা এখন পাড়ি জমাচ্ছে বিভিন্ন ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্মে।
সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদন থেকে জানা গেছে এমন তথ্য।
৩২টি দেশের প্রায় ১ লাখ ৭০ হাজার ইন্টারনেট ব্যবহারকারীর বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ওয়েব ইনডেক্স। ‘সোশ্যাল সামারি ফর কিউ৩ ২০১৪’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়, ফেসবুক ব্যবহার একদম না ছাড়লেও টিনএজাররা এখন এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার কমিয়ে দিচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ১৬ থেকে ১৯ বছর বয়সী তরুণদের মধ্যে ৬৬ শতাংশই খুব কম ফেসবুক ব্যবহার করেন। অন্যদের সাথে যোগাযোগ রক্ষায় তারা অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহার করেন বিভিন্ন ইনস্ট্যান্ট ম্যাসেজিং সার্ভিস। অন্য বন্ধুরা ফেসবুক ছেড়ে ইনস্টাগ্রাম বা অন্য ম্যাসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করায় ফেসবুক ব্যবহার কমিয়ে দিয়েছেন প্রায় ৩০ শতাংশ তরুণ।
এছাড়া ফেসবুক মেসেঞ্জার অ্যাপটিও ধীরে ধীরে তাদের আগ্রহের তালিকা থেকে হারিয়ে যাচ্ছে। এক্ষেত্রে তারা বেছে নিচ্ছে স্ন্যাপচ্যাটের মত অন্যান্য সেবা। এছাড়াও হোয়াটস অ্যাপের জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে দিন দিন।