ফেসবুকের কল্যাণে ২৫ বছর পর জানলেন তারা দুই যমজ বোন
প্রকাশিত হয়েছে : ১১:৫০:১২,অপরাহ্ন ২০ নভেম্বর ২০১৪
তথ্য-প্রযুক্তি ডেস্ক:: যারা সোশাল মিডিয়া একেবারেই পছন্দ করেন না, তাদের ভালোলাগার অন্তত একটি কারণ এবার পাওয়া গেছে। এ জন্য ছোট্ট একটি গল্প শুনতে হবে আপনাদের।
যমজ দুই বোন সামান্থা ফিউয়েরম্যান এবং অ্যানাইস বোডিয়ার। এরা দুজন জন্মের সময়ই আলাদা হয়ে গিয়েছিল। ১৯৮৭ সালের ১৯ নভেম্বর দুজনের জন্ম হয় দক্ষিণ কোরিয়ায়। জন্মের পরই বিশ্বের ভিন্ন দুটি অঞ্চলে পালিত কন্যা হিসেবে আলাদা হয়ে যায় তারা। সামান্থাকে নিয়ে যান আমেরিকার নিউ জার্সির এক দম্পতি। ওদিকে, অ্যানাইস তখন ফ্রান্সে। ২০১২ সালের আগে পর্যন্ত তারা এসবের কিছুই জানতেন না।
ঘটনা ঘটে ওই বছরই যখন হঠাৎ ফেসবুকে অ্যানাইস সামান্থার একটি ছবি দেখেন। হুবহু চেহারা দেখে বিস্ময়ে হতবাক অ্যানাইস। সামান্থা তখন লস অ্যাঞ্জেলেসে থাকেন। অভিনয় করেন। ফেসবুক ম্যাসেঞ্জারে সামান্থার সঙ্গে যোগাযোগ করেন অ্যানাইস। এক পর্যায়ে তারা আবিষ্কার করেন, তারা সেই হারিয়ে যাওয়া দুই যজম বোন।
এখন দুই বোন একটি ডকুমেন্টরি তৈরি করতে ব্যস্ত। তারা সোশাল মিডিয়ার বদৌলতে দুজনকে খুঁজে পেয়েছেন। ‘টুইন সিস্টারস’ নামের ওই ডকুমেন্টরিতে নিজেদের কাহিনী শেয়ার করবেন সবার সঙ্গে।