ফেসবুকের কল্যাণে এক বছর পর হারিয়ে যাওয়া সন্তানের খোঁজ
প্রকাশিত হয়েছে : ৯:৩১:৪১,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ফেসবুকের কল্যাণে দীর্ঘ এক বছর থেকে নিখোঁজ সন্তানের খোঁজ পেলেন বাবা-মা। ঘটনাটি ঘটেছে চকরিয়া উপজেলার খুটাখালী পূর্বপাড়া গ্রামে।। সরেজমিন ওই পাড়া ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পশ্চিম পাড়ার আবু তাহেরের কন্যাশিশু ইয়াছমিন আক্তার প্রকাশ বিজু (৫) ১ বছর আগে নিজ বাসা থেকে হারিয়ে যায়।
মেয়েটি বাবা আবু তাহের, মা মনোয়ারা ও বড় বোন বুলবুলির কথা বলতে পারলেও একেক সময় একেক জনের কথা বলতো। কক্সবাজার শহরের পাহাড়তলী থেকে খুটাখালীর পূর্বপাড়ার বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী লাল মিয়ার স্ত্রী ফিরোজা বেগম শিশুটিকে পেয়ে দীর্ঘ ৬/৭ মাস ধরে লালন পালন করে আসছিলেন। এসময় তারা কক্সবাজার শহরে মাইকিংও করেন। কিন্তু তার পিতামাতার হদিস না পাওয়ায় বিজুর লালন পালনের দায়িত্ব নেন একই এলাকার মৃত চাঁদ মিয়ার পুত্র কাঠ ব্যবসায়ী আবদুল কাদের।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব আইডিতে গত ১৯ জানুয়ারী বিজুর ছবিসহ একটি তথ্য প্রকাশ করেন ফুলছড়ি দাখিল মাদ্রাসার শিক্ষক ও এনজিও সংস্থা দিগন্ত’র চেয়ারম্যান আনম রফিকুর রশিদ। পোস্ট করার এক সপ্তাহের মাথায় রফিকের সঙ্গে যোগাযোগ করেন তার ফেসবুক বন্ধু ও বিজুর মামা ফারুক রাইহান (সেনা সদস্য)। এসময় তিনি বিজুর নিকটাত্মীয় পরিচয় দিয়ে ঘটনার বিস্তারিত খুলে বলেন। মেয়েটির অবস্থান নিশ্চিত হয়ে বিজুর মা-বাবাকে খবর দেন ফারুক। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় বিজুর বাবা আবু তাহের ও মা মনুয়ারা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পশ্চিম পাড়া থেকে ছুটে আসেন চকরিয়া উপজেলার খুটাখালী পূর্বপাড়া গ্রামে।
বিজুর বাবা আবু তাহের জানান, ভালো মানুষের হাতে পড়েছে বলে আজ মেয়েটিকে ফিরে পেয়েছি। এছাড়া তিনি ফেইসবুক, ইন্টারনেট-পত্রিকায় বিজুর ছবি ছাপানোর জন্য ও সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। বিজুর মা মনোয়ারা জানান তার ভাই ফারুক রায়হান ফেইসবুকে ছবি দেখে গত ১০ ফেব্রুয়ারি তাদেরকে বিষয়টি জানান।