ফেসবুকের ‘আনফ্রেন্ড অ্যাপ’ থেকে সাবধান!
প্রকাশিত হয়েছে : ১:০৭:৪৬,অপরাহ্ন ১০ জুন ২০১৫
তথ্যপ্রযুক্তি ডেস্ক::
ফেসবুকে কেউ আপনাকে ‘আনফ্রেন্ড’ করলে তার সংকেত পেতে ‘আনফ্রেন্ড অ্যালার্ট’ অ্যাপটি অনেকেই ব্যবহার করেন। ফেসবুকের জন্যে কোনো অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে সাবধান হয়ে যান।
বেটানিউজ ডট কম তাদের এক রিপোর্টে জানায়, কেউ আপনাকে আনফ্রেন্ড করলে ‘আনফ্রেন্ড অ্যাপ’ আপনার ব্যক্তিগত তথ্য সংরক্ষণ চুরি করে।
প্রতিবেদনে বলা হয়, অ্যাপটি ফ্রি এবং কেউ আনফ্রেন্ড করলে আপনাকে তা জানিয়ে দেয়। কিন্তু এর জন্যে অ্যাপটি সাইন ইন করতে বলে।
সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ম্যানওয়্যারবাইটস জানায়, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ক্ষেত্রে এসব তথ্য সরাসরি ফেসবুকের কাছে যায় না। বরং তা ‘ইউগটআনফ্রেন্ড ডট কম’ এর কাছে যায়। পাশাপাশি অ্যাপটি বিজ্ঞাপন দেখায় এবং কিছু অনিরাপদ সফটওয়্যার ডাউনলোড করে।
এর চেয়ে উদ্বেগের বিষয় হলো, অ্যাপটি ফেসবুকের অ্যাপস লিস্টে দেখা যায় না। তাই অ্যাপটি যে আপনার কার্যকলাপ পর্যবেক্ষণ করছে তা অনেকেই ভুলে যান।
বিশেষজ্ঞরা অ্যাপটি ফেলে দিয়ে ফেসবুকের পাসওয়ার্ড বদলে ফেলতে বলেছে। অন্যান্য আরো অ্যাপ রয়েছে যা ফেসবুকের আনফ্রেন্ড সংকেত দেবে আপনাকে। কিন্তু এই নতুন অ্যাপটি সম্ভবত পাসওয়ার্ড চুরি করার জন্যই তৈরি করা হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস