ফের ৭২ ঘন্টার হরতাল ডেকেছে ২০ দল
প্রকাশিত হয়েছে : ৩:৪৯:০৭,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
চলমান অবরোধের পাশাপাশি রোববার থেকে আবারও সারাদেশে ৭২ ঘন্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আগামী রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা চলবে এ হরতাল। শুক্রবার রাত নয়টায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের সাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুলি করে পঙ্গু ও আহত করা, গণগ্রেফতার, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণের প্রতিবাদ, গণমাধ্যমে হস্তক্ষেপ, গ্রেফতারকৃত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতা ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, মাগুরা জেলা ছাত্রলীগের ধর্ম সম্পাদক সাজ্জাদ মোল্লা, ছাত্রলীগ নেতা লিমন ও রানা ঢাকা-খুলনা মহাসড়কে গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের সময় ধরা পড়ে। মাগুরা পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তাদের গ্রেফতার না করে উপরের নির্দেশে ছেড়ে দেয়া হয়। এই জাতীয় বহু ঘটনার জনগণের দৃষ্টিতে আসার আগেই পুলিশ সরকারের নির্দেশে তাদের ছেড়ে দিতে বাধ্য হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যাত্রাবাড়ী ও চৌদ্দগ্রাম ট্র্যাজেডির মূল পরিকল্পনাকারী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং তার বাস্তবায়নকারী তার মন্ত্রী ও নেতাকর্মীরা। আমরা এই অমানবিক ও নিষ্ঠুর অমানবিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাদের আহ্বান জানাই। বিএনপি ও ২০ দলীয় জোট গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে জনগণের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।