ফের ৫ দিনের রিমান্ডে রিজভী
প্রকাশিত হয়েছে : ১:১৫:৫৫,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে তৃতীয় দফায় পাঁচ দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার রিজভীকে আদালতে হাজির করে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আমিনুল হক জামিন আবেদন বাতিল করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ৪ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় রিজভীর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। গ্রেফতারের পর ১ ফেব্রুয়ারি তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
উল্লেখ্য, ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী থানার কাঠেরপুল এলাকায় রাত ১০টার দিকে গ্লোরী পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা ও ককটেল হামলা করে দুর্বৃত্তরা। পেট্রোলবোমার আগুনে দগ্ধ হয় ৩ নারীসহ ২৯ জন যাত্রী। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় এসআই আব্দুল্লাহ বিশ্বাস এ মামলাটি করেন।