ফের ১০ দিনের রিমান্ডে মান্না
প্রকাশিত হয়েছে : ১১:১০:২৩,অপরাহ্ন ০৭ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ফের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার মহানগর হাকিম আতাউল হকের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে এ রিমান্ড দেয়া হয়।
এদিন মান্নার বিরুদ্ধে ফের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডই মঞ্জুর করেন। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত মান্নার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।