ফের হাসপাতালে খালেদা জিয়া
প্রকাশিত হয়েছে : ৪:১২:২৬,অপরাহ্ন ৩১ মার্চ ২০২৪
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থার অবনতি হয়েছে। জরুরি ভিত্তিতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে তাকে।
মো.আবদুল্লা আল আমীন
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতাল নেওয়া হচ্ছে। রাত আড়াইটার দিকে গাড়িবহর তাকে নিয়ে হাসপাতালে উদ্দেশে রওনা হয়েছে।
এর আগেও বুধবার (২৭ মার্চ) দুপুরের পর অসুস্থতা বোধ করেন খালেদা জিয়া। ইফতারের পর মেডিকেল বোর্ড বেশ কয়েকবার তার স্বাস্থ্য পরীক্ষা করে জানান, সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা প্রয়োজন তাকে। তবে, যদি কোনো কারণে প্রয়োজন হয় তাহলে যে কোনো সময় হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।
খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। সবশেষ ১৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। এছাড়া ৮ ফেব্রুয়ারি নিয়মিত চেক আপের জন্য এভারকেয়ারে যান তিনি।