ফের সংলাপের আহবান জাতিসংঘের
প্রকাশিত হয়েছে : ২:৪১:২৪,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
সরকারের প্রতি আবারও বিরোধী দলের সঙ্গে গঠনমূলক ও কার্যকর সংলাপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আজ শনিবার জাতিসংঘের নিয়মিত বিফ্রিংয়ে সংলাপের বিষয়ে এ আহ্বান জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করা ও তার বিরুদ্ধে সন্ত্রাস ও অন্যান্য অভিযোগ প্রত্যাহারের বিষয়ও ব্রিফিংয়ে আলোচিত। এছাড়া আলোচনায় উঠে আসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী সেনা সদস্যদের প্রসঙ্গ। বিরোধী দল বলতে কাদের বোঝানো হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা ক্ষমতার বাইরে আছে তারাই বিরোধী দল। তাদের সঙ্গে গঠনমূলক সংলাপে যেতে হবে।