ফের ভুমিকম্প সিলেটে
প্রকাশিত হয়েছে : ৮:৩৯:০২,অপরাহ্ন ১২ মে ২০১৫
নিউজ ডেস্ক :: আজ মঙ্গলবার (১২ মে) দুপুর ১টা ৭ মিনিটে সিলেটে কম্পন অনুভূত হয়েছে। প্রায় মিনিট খানেক এই কম্পন চলতে থাকে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের রাজধানী কাঠমন্ডু থেকে ৮৩ কিলোকিমার পূর্বে। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিলো ৭.১। এতে কাঁপলো বাংলাদেশ ভারত সহ গোটা হিমালয় এলাকা।
নগরীর জিন্দাবাজার এলাকায় মানুষজন বিভিন্ন বহুতল ভবন ছেড়ে নিরাপত্তার জন্যে রাস্তায় নেমে আসে।
সিলেট অফিসের আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী জানান, সিলেটে ভূমিকম্পে রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৯।
তবে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির সংবাদ এখনও পাওয়া যায়নি। রাজধানী ঢাকাসহ কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, বগুড়া, রাজশাহী, নাটোর, রংপুর, পাবনা, চুয়াডাঙ্গা, লালমনির হাটেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে ভারতের রাজধানী দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার ও চীনের কিছু অংশেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে।