ফের তিনদিনের রিমান্ডে ফালু
প্রকাশিত হয়েছে : ৩:১০:১৫,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি, এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুকে আবারও তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ শনিবার পাঁচ দিনের রিমান্ড শেষে মোসাদ্দেক আলীকে মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে হাজির করা হয়। বাড্ডা থানার এসআই জাহিদুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মোসাদ্দেক আলীকে গত ১ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা আটক করে। সে সময় ঢাকা মহানগর পুলিশের (উত্তর) গোয়েন্দা শাখার উপকমিশনার শেখ নাজমুল আলম বলেছিলেন, মোসাদ্দেক আলীকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি সদর দপ্তরে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। পরের দিন একটি মামলায় মোসাদ্দেক আলীকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মহানগর হাকিম হাকিম হাসিবুল হক এ আদেশ দেন।
গত ৩০ জানুয়ারি রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের দক্ষিণ-পশ্চিম দিকে টঙ্গীগামী তুরাগ পরিবহনের একটি বাসে পেট্রলবোমা ছুড়ে দুর্বৃত্তরা। এতে তিনজন দগ্ধ হয়। এ ঘটনায় গ্রেট তুরাগ ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের মালিক নজরুল ইসলাম খিলগাঁও থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করেন।
মোসাদ্দেক আলীকে গ্রেফতারের পর এর নিন্দা জানায় বিভিন্ন সংগঠন। টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক এম এ আজিজ এনটিভি চেয়ারম্যানকে গ্রেপ্তারের নিন্দা জানান। এ ছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানও অপর বিবৃতিতে নিন্দা জানান।
এছাড়া মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ ও স্যাটেলাইট টিভি দর্শক ফোরাম নামের দুটি সংগঠন রাজধানীতে সমাবেশ করে। বাংলাদেশের বিভিন্ন জেলা ও প্রবাসী সাংবাদিক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে মানববন্ধন অব্যাহত রেখেছেন।