ফের ঐতিহাসিক কাহিনী নিয়ে আসছে নতুন টাইটানিক
প্রকাশিত হয়েছে : ১০:৩৭:২০,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক : টাইটানিকের পরিচালক জেমস ক্যামেরনের পরবর্তী মেগা বাজেটের সিনেমা ‘দি ডাইভ’-এ অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন জেনিফার লরেন্স। জেমস ক্যামেরনের এই সিনেমাকে অনেকেই বলছেন নতুন টাইটানিক। কারণ এই ‘দি ডাইভ’ সিনেমায় টাইটানিকের মতই জল ও প্রেমের একটা সম্পর্ক থাকছে। ‘দি ডাইভ’ সিনেমায় দেখানো হবে ফ্রিড্রাইভার ফ্রান্সিসকো পিপিন ফেরারাস ও তার স্ত্রী অডরে মেস্ট্রের জীবনী।
‘দি ডাইভ’ সিনেমায় দেখানো মেস্ট্রে বাস্তবে পৃথিবীর ৫৫৭.৭ ফুট নিচে ডাইভিং করতে গিয়ে মারা যান। তার সেই স্বপ্নকে সত্যি করতে জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজ করে দেখান তার স্বামী ফ্রান্সিসকো। বাস্তবে ঘটা সেই ঘটনা নিয়ে ক্যামেরনের এই সিনেমা। মেস্ট্রের ভূমিকায় অভিনয় করবেন জেনিফার। সিনেমাটির শ্যুটিংয়ের কাজ শুরু হওয়ার কথা রয়েছে চলতি বছর এপ্রিলের দিকে।