ফের আঘাত হেনেছে ভূমিকম্প
প্রকাশিত হয়েছে : ১২:৩৯:৩৮,অপরাহ্ন ০৭ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় পাপুয়া নিউ গিনি দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২।
বৃহস্পতিবার দুপুরে এ কম্পন অনুভূত হয়।
জানা গেছে, আরাওয়া শহর থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সলোমন দ্বীপের সমুদ্রগর্ভ ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
পোর্ট মোরেসবির ভূপদার্থ আবেক্ষণাগারের সহ পরিচালক ক্রিস ম্যাককি বলেছেন, বিশ্বে অনুসৃত মাপকাঠি অনুযায়ী এবারের কম্পন তেমন মারাত্মকভাবে অনুভূত হয়নি, তবুও সুনামির আশঙ্কা এককথায় উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পাপুয়া নিউ গিনি প্রশান্ত মহাসাগরীয় ভূকম্পনপ্রবণ অগ্নিবলয় বা ‘রিং অব ফায়ারে’র উপর অবস্থিত। এই বলয়ে মহাসাগরের গর্ভে অসংখ্য জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে। তাই এই তল্লাটে ভূকম্পন নিতান্তই জলভাত।
উল্লেখ্য, গত এক সপ্তাহে এ নিয়ে চারবার কেঁপে উঠল পাপুয়া নিউ গিনি। ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করেছিল প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। পরে অবশ্য তুলে নেওয়া হয়।