ফেনী শহরে জমে উঠেছে নতুন কাঁচা বাজারের আড়ৎ
প্রকাশিত হয়েছে : ১১:৩৫:১১,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
ফেনীতে জমে উঠেছে নতুন কাঁচা বাজারের আড়ৎ। এর ফলে ফেনী জেলার আড়তদারদের দীর্ঘদিরেন দাবি পূর্ণ হওয়ায় তাদের মাঝে প্রাণে সঞ্চার হয়েছে। জানা যায়, ফেনী পৌরসভার দাউদপুর ব্রিজের পাশে নতুন ভাবে গড়ে উঠছে কাঁচা বাজারের আড়ত। আড়তদাররা সফল ভাবে ব্যবসা পরিচালনা করতে পারায় তাদের মধ্যে ব্যাবসায়িক প্রাণসঞ্চার হয়েছে। স্থানীয় সংসদ নিজাম উদ্দিন হাজারী ও ফেনী পৌর মেয়ার হাজী আলাউদ্দিনের প্রচেষ্টায় তাকিয়া রোড থেকে সরিয়ে কাঁচা বাজারের আড়তটি দাউপুর ব্রিজের পাশে নিয়ে যাওয়া হয়। এতে পার্শ্ববর্তী উপজেলার ক্রেতাদের ভোগান্তি কমেছে। যার ফলশ্র“তিতে ব্যবসা বাণিজ্য ভালোভাবে পরিচালনা করতে পারায় পাইকারী ব্যবসায়ীরা খুশি।
এ বিষয়ে কাঁচা বাজার আড়ৎ সমিতির সভাপতি মোঃ ইলিয়াছ ভূঞা বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করার জন্য ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হজারী ও ফেনী পৌরসভার মেয়ার হাজী আলাউদ্দিন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।