ফেনীতে যুবলীগ নেতা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন
প্রকাশিত হয়েছে : ১২:৪৯:৪৬,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
ফেনীর সোনাগাজীতে যুবলীগ নেতা বেলাল হোসেন হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত যুবদল ক্যাডার জুয়েলের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল বুধবার রাত ৯ ঘটিকার সময় উপজেলার সদর ইউনিয়নের সুজাপুর গ্রামে এ ঘঠনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভষ্য মতে, নিহত যুবলীগ নেতার মৃতদেহ দাফনের পর ২ শতাধিক ক্ষুব্ধ জনতা মিছিল সহকারে যুবদল ক্যাডার জুয়েলের বাড়ি ঘেরাও করে। তাকে না পেয়ে জনতা তার বসতঘরে পেট্রল ঢেলে আগুন দেয়। এ সময় তার বসতঘরসহ দুটি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, জুয়েল এলাকার চিহ্নিত যুবদল ক্যাডার ও মাদক ব্যাবসায়ী হিসেবে পরিচিত। সে সুজাপুর গ্রামের হাফেজ আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মাদক, চুরি, ডাকাতির অভিযোগে ৬টি মামলা রয়েছে।