ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব
প্রকাশিত হয়েছে : ১১:০৫:৫১,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সারাদেশের ন্যায় ফেনীতেও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২০১৫ সালের নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। ফেনী শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সেন্ট্রাল স্কুল, মডেল স্কুল, সালাউদ্দিন স্কুল, জিএ একাডেমী, ফেনী আলীয়া মাদ্রাসাসহ জেলার সকল সরকারি, বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এক যোগে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর খোন্দকার। এছাড়া ফেনী আলীয়া মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এনামুল হক। তিনি শহরের ট্রাংক রোডে অবস্থিত শিশু নিকেতনের বই উৎসবেও যোগ দেন। এছাড়া জেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, এবং ফেনীর প্রথম সারির প্রশাসনিক কর্মকর্তারা শহরের বিভিন্ন স্কুলে বউ বিতরণ করেন। ফেনী শহর ছাড়াও সদর উপজেলা, সোনাগাজী, পরশুরাম, ফুলগাজী, দাগনভূঞা ও ছাগলনাইয়ায় বই উৎসব পালিত হয়েছে।