ফেনীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়
প্রকাশিত হয়েছে : ৫:৩০:৫৯,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: ফেনী সদর উপজেলার গোবিন্দপুরে মিতালী সংঘ আয়োজিত প্রয়াত চলচ্চিত্র পরিচালক এমবি মানিক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের গতকাল শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
ক্লাবের সভাপতি নুর নবী ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান রুবেলের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। মার্কেটাইল ব্যাংকের পরিচালক শাহেদ রেজা শিমুল, ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি ফজলুল করিম চৌধুরী ও সাধারন সম্পাদক শেখ আব্দুল্যাহ, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আমির হোসেন বাহার প্রমুখ।
আয়োজক কমিটির সদস্য স্বপন জানান, শুক্রবার সকাল ৯টায় শুরু হওয়া ফাইনালে ফেনী ফ্রেন্ডশীপ ক্রীকেট ক্লাব ও ওলামাবাজার অলস্টার ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। উল্লেখ্য ২০১৩ সালের ১৪ মে যুক্তরাষ্ট্রে আঁততায়ীর গুলিতে নিহত হন বাংলা চলচ্চিত্রে খ্যাতিমান পরিচালক এমবি মানিক।