ফেনীতে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ ব্যাপক ভাংচুর : আহত ১৫, আটক ৩০
প্রকাশিত হয়েছে : ১১:৩৮:৫৫,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ফেনীতে ছাত্রদলের প্রতিষ্ঠা বষির্কীর র্যালী থেকে ককটেল বিস্ফোরনের ঘঠনায় গতকাল শুক্রবার বিকালে ছাত্রদল-পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘঠনা ঘটে।এ ঘঠনায় ছাত্রদলের নেতা কর্মীরা বেশ কয়েকটি গাড়ী ও দোখানপাট ভাংচুর করে।এসময় পুলিশ বাঁধা দিতে গেলে ছাত্রদলের সাথে সংঘর্ষে পথচারিসহ ১৫ জন আহত হয়।পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ০৫ রাউন্ড টিয়ারশেল ও ১২ রাউন্ড ফাঁকা গুলিবর্ষন করে।ঘঠনাস্থল থেকে পুলিশ ৩০ জনকে আটক করে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সুত্রে জানা যায়,শুক্রবার বিকালে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি বের করে জেলা ছাত্রদল। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ইসলামপুর রাস্তার সামনে পৌঁছলে র্যালি থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরন ঘটিয়ে ভাংচুর শুরু করে।পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষের সময় ছাত্রদল কর্মিরা ১টি প্রাইভেটকার,৬টি সিএনজি,২০টি দোখানে ব্যাপক ভাংচুর চালায় এবং লুটপাট করে।ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ ঘঠনার সত্যতা স্বীকার করে বলেন,পরিস্থিতি শান্ত রয়েছে। যে কোন অপ্রীতিকর ঘঠনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।