ফেনীতে ইয়াবাসহ গ্রেফতার এএসআই ও তার ড্রাইভার তিন দিনের রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ২:৪৮:২৯,অপরাহ্ন ২২ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
ফেনীতে প্রায় সাত লাখ ইয়াবাসহ র্যাবের হাতে আটক ঢাকা এসবি’র এএসআই মাহফুজুর রহমান ও তার গাড়ি ড্রাইভার জাবেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার বিকালে ফেনী মডেল থানা হাজত থেকে তাদের ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে বিচারক আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ফেনী মডেল থানার ওসি তদন্ত শাহনুর ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের ডিএডি মনিরুল ইসলাম বাদী হয়ে মাদ্ক দ্রব্য আইনে এএসআই মাহফুজুর রহমান ও তার ড্রাইভার জাবেদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
উল্লেখ্য, রবিবার ভোরে ফেনীর লালপুল এলাকা থেকে ৬ লাখ ৮০ হাজার ইয়াবাসহ এএসআই মাহফুজ ও তার ড্রাইভার জাবেদকে র্যাব-এর উপ-পরিচালক মেজর মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল প্রাইভেটকারসহ আটক করে।