ফেনীতে আ’লীগের হরতাল বিরোধী মিছিল
প্রকাশিত হয়েছে : ১০:৫৪:২০,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: গতকাল বৃহস্পতিবার জামায়াতের ডাকা দুই দিনের হরতালের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে পিকেটারদের প্রতিরোধের ঘোষণা দিয়ে হরতাল বিরোধী মিছিল করেছে জেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দোয়েল চত্বরে এসে শেষ হয়। মিছিলে অংশ গ্রহণ করেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মজুমদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল করিম, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আফসার আপন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল হাজারী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টু প্রমুখ।