ফেদেরারের ১০০০তম জয়: যোগ দিলেন কোর্নস-লেন্ডলের ক্লাবে
প্রকাশিত হয়েছে : ৮:৩৯:৩৭,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক:: রেকর্ডের সামনে দাড়িয়ে কোনও রকম ভুল করেন না কিংবদন্তিরা। ঠিক যেমন করলেন না রজার ফেদেরার। ব্রিসবেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের ফাইনালে সুইস এই টেনিস তারকা ৬-৪, ৬-৭ (২) এবং ৬-৪ গেমে মিলস রাউনিককে হারিয়ে নতুন মৌসুমের প্রথম শিরোপা জয়ের স্বাদ পেলেন।
সেইসঙ্গে প্যাট র্যাফ্টার এরিনায় ১০০০তম এটিপি ম্যাচ জয়ের অবিস্বাস্য কীর্তি গড়লেন টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার। তার আগে এই কীর্তি ছিল শুধু জিমি কোর্নস (১২৫৩) এবং ইভান লেন্ডলের (১০৭১) দখলে। রোববার থেকে হাজার ম্যাচে জয়ী ক্লাবের নতুন অতিথি রজার ফেদেরার।
১৭টি গ্র্যান্ডস্লামজয়ী রজার ফেদেরার রাওনিকের সার্ভিস ব্রেক করেন তৃতীয় গেমে। এরপর দ্বিতীয় সেটের শুরুর গেমেও রাওিনিকের সার্ভিস ব্রেক করেন তিনি। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলেন ফেদেরার। আর শেষ পর্যন্ত ২ ঘন্টা ১৩ মিনিট মিনিট লড়াই শেষ নতুন মৌসুমের প্রথম শিরোপা জিতেন টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। এটা রজার ফেদেরারের ক্যারিয়ারের ৮৩তম শিরোপা জয়।
আগামী ১৯ জানুয়ারী শুরু হবে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। ব্রিসবেন জয়ের ফলে দারুণ আত্নবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে যাচ্ছেন ফেদেরার।
ব্রিসবেন জয়ের পর আনন্দিত ফেদেরার বলেন, ‘এই মুহুর্তটা আমার কাছে বিশেষ। ১০০০তম ম্যাচ জিততে পেরে আমি খুবই আনন্দিত। হাজার হাজর ভক্ত-অনুরাগীদের সামনে এই ম্যাচ জিততে পেরে আমি খুবই খুশি। এমন দিনের অনুভুতি কখনোই ভুলতে পারবো না।’