ফুলশয্যায় প্রথম দেখাতেই তালাক!
প্রকাশিত হয়েছে : ১২:৪৯:০৪,অপরাহ্ন ১৮ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক: নতুন বৌয়ের ঘোমটা সরানোর পর আনন্দের পরিবর্তে মনটা ভেঙে গেল বরের। সঙ্গে সঙ্গে বৌয়ের মুখের ওপরই বলে দিলেন, আপনি আমার স্বপ্নের রাজকন্যা নন। আমি দুঃখিত আপনাকে তালাক দেওয়া ছাড়া আমার উপায় নেই। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের মদিনায়। খবর ডেইলি মেইলের
মদিনার কিছু অঞ্চলের প্রথা অনুযায়ী বিয়ের আগে একজন আরেকজনকে সামনা-সামনি দেখার সুযোগ পান না। তারাও প্রথা মেনে না দেখেই বিয়ে করতে রাজি হন। পারিবারিকভাবে বিয়ের আগে বরকে ওই তরুণীর একটি ছবি দেখানো হয়েছিল।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, তালাকের কথা শোনার পর কনে প্রায় মূর্চ্ছা যান। বিয়েতে আগত অতিথিরা বিষয়টি একটি সমাধানে আনার চেষ্টা করলেও লাভ হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
বরের এক বন্ধু পোস্ট করেছেন, ‘ওর দায়িত্বহীন মনোভাবে ব্যথিত হয়েছি। এর ফল ওকে ভোগ করতে হবে। তার জানা উচিত সৌন্দর্য চেহারায় নয়, চরিত্রে। আজকালকার কিছু তরুণ মূল্যবোধ এবং নৈতিকতার চেয়ে শুধু বাহ্যিক সৌন্দর্যকে বেশি গুরুত্ব দিচ্ছে। আশা করি সৃষ্টিকর্তা তাকে আরো ভালো স্বামী মেলাবেন যে তাকে মূল্যায়ন করবে।