ফিল্মফেয়ারে সেরা প্রেমিক-প্রেমিকা
প্রকাশিত হয়েছে : ১২:১২:৫৫,অপরাহ্ন ২৪ মার্চ ২০১৯
বিনোদন ডেস্ক:: ৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। জনপ্রিয় বিভাগে ‘সঞ্জু’ ও ‘রাজি’ ছবি দুটির জন্য এ পুরস্কার পেয়েছেন তারা। এর আগে ‘রকস্টার’ ও ‘বরফি’ ছবি দুটির জন্য ফিল্মফেয়ার পেয়েছিলেন রণবীর। আর আলিয়ার এটি দ্বিতীয় ফিল্মফেয়ার। প্রথমটি পেয়েছিলেন ‘উড়তা পাঞ্জাব’ ছবির জন্য।
এ বছর সমালোচকের দৃষ্টিতে সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং (পদ্মাবত) ও আয়ুষ্মান খুরানা (আন্ধাদুন) এবং সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন নীনা গুপ্তা (বাধাই হো)
অন্যান্য বিভাগে যারা জিতেছেন:
সেরা পরিচালক: মেঘনা গুলজার (রাজি)
সেরা ছবি (জনপ্রিয়): রাজি
সমালোচকের দৃষ্টিতে সেরা ছবি: আন্ধাধুন
সেরা সহঅভিনেতা (পুরুষ): ভিকি কৌশল (সঞ্জু) ও গজরাজ রাও (বাধাই হো)
সেরা সহঅভিনেতা (নারী): সুরেখা সিক্রি (বাধাই হো)
সেরা অভিষেক (নারী): সারা আলী খান (কেদারনাথ)
সেরা অভিষেক (পুরুষ): ঈশান খাত্তার (বিয়য়েন্ড দ্য ক্লাউডস)
সেরা কস্টিউম: শীতল শর্মা (মান্টো)
সেরা ভিএফএক্স: রেড চিলিস (জিরো)
সেরা আবহসঙ্গীত: ড্যানিয়েল জর্জ (আন্ধাধুন)
সেরা প্লেব্যাক গায়ক (নারী): শ্রেয়া ঘোষাল (ঘুমর)
সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ) : অরিজিত সিং (এ ওয়াতান)
সেরা লিরিকস: গুলজার (এ ওয়াতান)
সেরা সঙ্গীত: সঞ্জয় লীলা বানশালি (পদ্মাবত)
সেরা সিনেমাটোগ্রাফি: পঙ্কজ কুমার
সেরা নবাগত পরিচালক: অমর কৌশিক (স্ত্রী)
সেরা মৌলিক গল্প: অনুভব সিনহা (মুল্ক)
সেরা অ্যাকশন: বিক্রয় দাহিয়া ও সুনীল রদ্রিগুয়েজ (মুক্কাবাজ)