ফিনিশ ক্রিকেট এসোসিয়েশন কতৃক মেয়েদের জন্য ক্রিকেট প্রশিক্ষণ কোর্স চালু
প্রকাশিত হয়েছে : ৮:১২:১২,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৪
শামীমা সুমী, হেলসিংকি: ফিনিশ ক্রিকেট এসোসিয়েশন আগামী বছর ২০১৫ এর জানুয়ারীর ৪ তারিখে মেয়েদের জন্য এক বিশেষ ক্রিকেট প্রশিক্ষণ কোর্স চালু করতে যাচ্ছে।উক্ত প্রশিক্ষণ কোর্স এ আগ্রহীদের ১৯শে ডিসেম্বর ২০১৪ এর মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। কোর্স ফী ৪দিন ২ ঘন্টা করে ৫০ ইউরো অথবা প্রতি সেশন ২০ ইউরো।বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই ঠিকানায় maija.scamans@cricketfinland.com