ফিনল্যান্ডের স্বাধীনতা দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ৭:৪৬:৩৬,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০১৪
হেলসিংকি :: গত শনিবার ৬ই ডিসেম্বর যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফিনল্যান্ডে উদযাপিত হলো দেশটির ৯৭তম স্বাধীনতা দিবস। ১৯১৭ সালের এই দিনে ফিনল্যান্ড প্রজাতন্ত্র পার্শ্ববর্তী দেশ রাশিয়া ফেডারেশনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
সকাল ৮টায় পতকা উত্তোলন ও ফিনল্যান্ডের বিভিন্ন শহরের ময়দানে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজের মাধ্যমে শুরু হয় দেশেটির ৯৭তম স্বাধীনতা দিবসের। এই দিবসের মূল আকর্ষন ছিল ফিনিস প্রেসিডেন্টের প্রাসাদে অনুষ্ঠানটি। ফিনিশ প্রেসিডেন্ট মিঃ সাউলী নিনিস্তো আমন্ত্রনে প্রায় ১৫০০ অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় ছিলেন ফিনল্যান্ডের প্রাক্তন প্রেসিডেন্টগণ, স্পীকার, প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদের সদস্যবর্গ, সকল পার্লামেন্ট মেম্বার, বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরা, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সূধীজনেরা।
শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে ফিনল্যান্ডে সরকারী ছুটি ছিল এবং সরকারী ও বেসরকারী ভবন সহ বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলিত হয়। স্বাধীনতা যুদ্ধে নিখোঁজ ও নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়।