ফিনল্যাণ্ড এ পিঠা মেলা
প্রকাশিত হয়েছে : ৭:২৮:৪০,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৪
বাংলাদেশী মহিলা সমিতি ফিনল্যাণ্ড কতৃক আয়োজিত পিঠা মেলা ৮ই নভেম্বর ২০১৪ হেলসিঙ্কির পিহলায়মাকী নুওরিস্তালো তে উনুস্ঠিত হবে। মেলায় আগত অতিথিদের জন্য রয়েছে নানা ধরনের খেলাধুলার আয়োজন ও আকর্ষনীয় পুরস্কার এবং মেলা হতে প্রাপ্ত লাভের একটি অংশ বাংলাদেশে বঞ্চিত নারীদের উন্নয়নে প্রদান করা হবে। উক্ত আয়োজনে সর্ব স্তরের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কতৃপক্ষ।