ফিনল্যাণ্ড-এর এস্পোতে বাংলাদেশী পিজ্জা দোকানদারের জেল ও জরিমানা
প্রকাশিত হয়েছে : ২:৩৫:৫৬,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০১৫
বিশেষ প্রতিনিধি, হেলসিংকি:: নানামুখী ও বিতর্কিত কর্মকান্ডের জন্য জনপ্রিয় বাংলাদেশী কমুনিটি আবার সংবাদের শিরোনাম। পুলিশ এর বরাত দিয়ে লোকাল পত্রিকা ইলতা লেহতি জানায় ২২ বছরের এক বাংলাদেশী যুবক তার অপর এক ৪২ বছরের বাংলাদেশীর পিজ্জা দোকানে কাজ করতো এবং তাকে মাসে ৬০০ ইউরো প্রদান করতো যার বিনিময়ে সে সপ্তাহে ৬ দিন পুরো সময় ওই দোকানে কাজ করতো।আদালতের মতে এই বেতন হবার কথা ৪৩৩৪৬ ইউরো। কিন্তু পর্যাপ্ত ক্রেডিট এবং কাজের অভাবে তার ভিসা রিনিউ করেনি পুলিশ যার ফলে তাকে বাংলাদেশে ফেরৎ যেতে হয়। ২২ বছরের যুবক পড়া লেখার ভিসায় এই দেশে আসে। পুলিশ বিবরণীতে আরো জানা যায় তাকে বছর শেষে মোট বেতন হিসাবে ৬০২৫ ইউরো প্রদান করে হয়, যা অপর্যাপ্ত এবং অমানবিক যার ফলে পুলিশ ওই পিজ্জা দোকানদারকে ২৩ হাজার ইউরো জরিমানা এবং ৪ মাসের স্থগিত কারাদন্ড প্রদান করে। এর পূর্বে বাংলাদেশীরা দুটি খুন এবং সন্ত্রাসী কাজ কর্মের জন্য জেল এবং জরিমানার শিকার হয়। দা