ফায়ার সার্ভিসে যোগ হলো ফায়ার বাইক
প্রকাশিত হয়েছে : ৩:১১:৪৫,অপরাহ্ন ০৩ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
সম্প্রতি ফায়ার সার্ভিসে যোগ হলো টু হুইলার ফায়ার ফাইটার (ওয়াটার মিক্সড) বাইক। বাস-ট্রাক, কারসহ ছোট-খাটো যানবাহনের আগুন নেভানোর জন্য এ বাইক ব্যবহার করার জন্য বেশ উপযোগী।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক (অপারেশন) প্রকৌশলী অজিত কুমার ভৌমিক জানান, চীনা সরকারের অনুদান হিসেবে সম্প্রতি বাংলাদেশ সরকার এ ধরনের ১৫০টি বাইক ছাড়াও ১০০টি পিক-আপ পেয়েছে। প্রতিটি বাইকে ৩০মিটার লম্বা হুজ রীল, সাইরেন, ৩০লিটার ধারণক্ষম একপি ওয়াটার ট্যাঙ্ক ও ৪০লিটার ধারণক্ষম একটি পানি ও ফোম মিক্সড ট্যাঙ্কি ছাড়াও রয়েছে একটি এয়ার প্রেসার সিলিন্ডার।
২৫০সিসির ওই বাইকের গতি ঘন্টায় ১২০ কিলোমিটার। যানজটের সময় কোন যানবাহনে কিংবা কোন সরু গলিতে আগুন লাগলে ওই বাইক সহজেই ঘঢ়টনাস্থলে পৌঁছে আগুন নেভাতে পারবে। এ ধরণের বাইক এদেশে এটাই প্রথম। প্রথম শ্রেণীর ফায়ার স্টেশনে এ ধরনের বাইক সরবরাহ করা হচ্ছে। প্রতি স্টেশনে ২টি করে বাইক দেয়া হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক (ডিএডি) আক্তারুজ্জামান জানান, ৫দিন আগে শ্রীপুর ও টঙ্গী ফায়ার স্টেশনে দুইটি করে ৪টি বাইক দেয়া হয়েছে।